মহিলাদের নিরাপত্তা এবং কিশোরী গণধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করলেন মহিলারা। মঙ্গলবার সন্দেশখালির শাকদা গ্রামে দু’ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান তাঁরা। দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে সন্দেশখালির শাকদা গ্রামে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক কিশোরীর উপরে পাশবিক অত্যাচার চালায় কয়েক জন দুষ্কৃতী। মেয়েটির চিত্কারে গ্রামের মানুষ বেরিয়ে এসে দুষ্কৃতীদের তাড়া করে।
হাসানুর শেখ এবং হাবিবর খানকে স্থানীয় একটি মেছোভেড়ির আলাঘর থেকে ধরে শুরু হয় গণধোলাই। হাত-পা বেঁধে তাদের একটি ঘরে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। ওই দু’জনকে গ্রেফতারও করে পুলিশ। ওই কিশোরীকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীর কথায়, “গ্রামের রাস্তার উপরে বসে মদ খায় হাসানুর, হাবিবররা। সেখান দিয়ে গেলে কিংবা মদ খাওয়ার প্রতিবাদ করলে নানা ভাবে হুমকি দেওয়া হত। ঘটনার দিন অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন বাবা-দাদা। সেই সুযোগে ওরা এসে অত্যাচার করে।”
এ দিন বেলা ১০টা নাগাদ শ’চারেক মহিলা মিছিল বের করেন। তাঁদের দাবি, দুষ্কৃতীদের দু’জন ধরা পড়লেও বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকিও দিচ্ছে। এ সব বন্ধ করতে হবে।
মিছিলে যোগ দেওয়া ভারতী মণ্ডল, রুকশানা খাতুনরা বলেন, “বহিরাগতদের নিয়ে গ্রামের কয়েক জন যুবক প্রকাশ্যে রাস্তার উপরে বসে নেশা করে, জুয়া খেলে। প্রতিবাদ করলে অশালীন মন্তব্য করে, হুমকি দেয়। ওদের অত্যাচারে সন্ধ্যার পরে বাইরে বেরোতে সকলে ইতস্তত করেন। আমরা চাই, সমস্ত দুষ্কৃতীদের ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।” তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।