আহত ব্যাঙ্ককর্মী। নিজস্ব চিত্র।
ঋণ পাইয়ে দেওয়ার নাম করে এলাকার বেশ কিছু যুবকের কাছ থেকে মোটা টাকা নিয়েছিলেন এক ব্যাঙ্ককর্মী। কিন্তু ঋণ না মেলায়, ক্ষুব্ধ হয়ে রাতের অন্ধকারে ব্যাঙ্ককর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এক যুবক। ব্যাঙ্ককর্মীর কাছে থাকা ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে পালিয়েছে ওই অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ব্যাঙ্ককর্মী।
বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ৫ নম্বর ভরতগড় গ্রামে। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত। পুলিশ জানিয়েছে, আক্রান্ত তুষার কয়াল স্থানীয় মসজিদবাটী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, ব্যাঙ্কে কাজ করার সুবাদে তুষারের সঙ্গে হাড়ভাঙি এলাকার দুই যুবকের পরিচয় হয়। ব্যাঙ্কের লোন পাইয়ে দেওয়ার নাম করে তুষার মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও ঋণ না মেলায় তুষারের উপর ক্ষোভ বাড়ে দুই যুবকের। বারবার টাকা ফেরত দেওয়ার কথা জানালে তুষার বিষয়টি অস্বীকার করে বলে অভিযোগ।
বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে হাড়ভাঙি এলাকার বাসিন্দা হাফিজুল নামে ওই যুবকের সঙ্গে দেখা হয় তাঁর। এক প্রকার জোর করেই তুষারের বাইকে চেপে বসে অভিযুক্ত। স্থানীয় ৫ নম্বর ভরতগড় গ্রামের প্রাইমারি স্কুলের কাছে যুবক হঠাৎই ব্যাঙ্ককর্মীকে বাইক থামাতে বলে হাফিজুল। অভিযোগ, বাইক থেকে নামার আগেই তুষারকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে সে। তুষারের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হাফিজুল নগদ টাকা ও ল্যাপটপ নিয়ে চম্পট দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় তুষারকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।