TMC

TMC Gunshot: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলায় ক্যানিংয়ে গুলিবিদ্ধ যুব তৃণমূলনেতা

শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিং-১ ব্লকের সাতমুখী এলাকায়। জখম ব্যক্তির নাম মহরম শেখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ০১:০৯
Share:

আহত মহরম শেখ। —নিজস্ব চিত্র।

ক্যানিংয়ে গুলিবিদ্ধ হলেন এক যুব তৃণমূলনেতা। অভিযোগ, দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে কয়েক জন দুষ্কৃতী। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিং ১ নম্বর ব্লকের সাতমুখী এলাকায়। জখম ব্যক্তির নাম মহরম শেখ। তিনি স্থানীয় নিকারিঘাটা অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি।

শনিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় মহরমকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই তাঁকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কিন্তু কে বা কারা কোন উদ্দেশ্যে মহরমের উপর হামলা চালিয়েছে, তা বুঝে উঠতে পারছে‌ন না তাঁর পরিবারের লোকজন ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Advertisement

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, ‘‘পুলিশকে জানিয়েছি। কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা এখনও বুঝতে পারছি না। তবে যে-ই করে থাকুক, তাঁকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছি।’’

রাতের দিকে মহরমের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement