উদ্ধার হওয়া কাঠ। নিজস্ব চিত্র।
সুন্দরবনের কাঠ পাচার চক্রের পর্দা ফের ফাঁস করল বারুইপুর জেলা পুলিশ। মঙ্গলবার কাকভোরে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের সাতমুখী এলাকার ডাবুতে। কাঠ উদ্ধারের পাশাপাশি ৪ পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। তারা প্রত্যেকেই ক্যানিং থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ডাবু এলাকায় রাতের অন্ধকারে বিঘের পর বিঘে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরি করছিল একদল অসাধু ব্যবসায়ী। সবুজ বনানী ঘেরা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত ডাবু। লাগাতার গাছ কাটার ফলে গোটা এলাকাটাই আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করে। এর আগে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশি সক্রিয়তায় কয়েক সপ্তাহ গাছ কাটা বন্ধ ছিল।
গত কয়েক দিন পুলিশ প্রশাসনের নজরদারিকে এড়িয়ে রাতের অন্ধকারে গাছ কেটে পাচার করছিল একদল দুষ্কৃতী। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযানে নামে। মঙ্গলবার ভোর নাগাদ তিনটি মোটর ভ্যানে করে লক্ষাধিক টাকার গাছ পাচার হচ্ছিল। সেই সময় পুলিশ মোটর ভ্যানগুলিকে আটক করে। ধৃত ৪ জনকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে।