বিধায়ক বিশ্বজিৎ দাস। —ফাইল চিত্র।
বিধায়ককে কাছে পেয়ে গ্রামে মদ, চোলাইয়ের রমরমা বন্ধ করার আর্জি জানালেন মহিলারা। বুধবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার জলেশ্বর ১ পঞ্চায়েতের জলেশ্বর কলোনি এলাকায়।
সম্প্রতি বাগদার বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সাংগঠনিক জেলার বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন। গত কয়েক দিনে গ্রামবাসীরা বেহাল রাস্তা, পাকাবাড়ি না পাওয়া, একশো দিনের কাজ প্রকল্পে বকেয়া টাকা না মেলার মতো নানা অভিযোগ জানান তাঁর কাছে।
বুধবার বিশ্বজিৎ গিয়েছিলেন গাইঘাটার জলেশ্বর কলোনি এলাকায়। গ্রামের পথে হাজির হন জনাকয়েক মহিলা। তাঁরা বিধায়কের কাছে অভিযোগ জানান, বাজার এলাকায় প্রকাশ্যে মদ, চোলাই বিক্রি হচ্ছে। জুয়ার বোর্ড বসছে। মহিলারা নির্ভয়ে যাতায়াত করতে পারছেন না। বহিরাগতদের আনাগোনা বেড়েছে।
বিশ্বজিৎ মহিলাদের আশ্বস্ত করেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে গাইঘাটার ওসি বলাই ঘোষকে বিষয়টি জানিয়ে কড়া পদক্ষেপ করার কথা বলেন। বৃহস্পতিবার গাইঘাটার ধর্মপুর ১ পঞ্চায়েতের দাসপাড়া এলাকাতেও যান বিধায়ক। সেখানেও মহিলারা তাঁর কাছে গ্রামে মদ, চোলাইয়ের কারবার বন্ধের দাবি জানান। বিশ্বজিৎ নিজের মোবাইল নম্বর দিয়ে যে কোনও সমস্যায় যোগাযোগ করার কথা জানান।
পুলিশ জানায়, কারবারিদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। শীঘ্রই ধরপাকড় হবে। বিশ্বজিৎ বলেন, ‘‘পুলিশ পদক্ষেপ না করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।