নারায়ণ।
নগদ ২৫ হাজার টাকা নিয়ে অটো করে এক মহিলা বারুইপুর যাচ্ছিলেন কেনাকাটা করতে। কিন্তু অটোতে ব্যাগ ফেলেই তিনি নেমে যান গন্তব্যে। পরে ওই অটো স্ট্যান্ডে গিয়ে ব্যাগের খোঁজ করেন। নারায়ণ মণ্ডল নামে ওই অটো চালক নিজে ব্যাগটি নিয়ে দাঁড়িয়ে ছিলেন ওই মহিলার অপেক্ষায়।
সোমবার ঘটনাটি ঘটেছে বারুইপুর অটো স্ট্যান্ডে। এ দিন ক্যানিঙের বাসিন্দা সুপ্রীতি সরকার বারুইপুরে নেমে জিনিস কিনতে গিয়ে দেখেন, ব্যাগটি তাঁর কাছে নেই। তিনি সঙ্গে সঙ্গে বারুইপুর অটো স্ট্যান্ডে গিয়ে ব্যাগের খোঁজ করেন। সেখানে গিয়ে অটোর দেখা না পেয়ে ক্যানিং-বারুইপুর অটো ইউনিয়নের আইএনটিটিইউসি-র সভাপতি বুলু মণ্ডলের ফোন নম্বর জোগাড় করেন। বুলুবাবু ওই মহিলার ফোন পেয়ে অটো স্ট্যান্ডে গিয়ে ব্যাগের খোঁজ করেন। দেখা যায়, অটো চালক নারায়ণবাবু ব্যাগটি নিয়ে ওই যাত্রীর জন্য দাঁড়িয়ে আছেন। মহিলাকে দেখেই নারায়ণবাবু ব্যাগটি ফিরিয়ে দেন। সুপ্রীতিদেবী বলেন, ‘‘এখনও সমাজে সৎ মানুষ আছে। না হলে আমি আমার টাকা ফেরত পেতাম না। ধন্যবাদ নারায়ণবাবুকে।’’ খুশি হয়ে সুপ্রীতিদেবী অটো চালককে কিছু টাকা দিয়ে চলে যান।
প্রশ্ন হল, এই বাজারে কত টাকার নোট ছিল সুপ্রীতিদেবীর ব্যাগে? পুলিশের একটি সূত্র জানাচ্ছে, দু’দিন আগেই ব্যাঙ্ক থেকে টাকা ভাঙিয়েছিলেন তিনি। যে কারণে ব্যাগে নতুন ২০০০ টাকার নোট এবং ১০০ টাকার নোটই ছিল।