নতুন-জীবন: জন্ম হল শিশুকন্যার। নিজস্ব চিত্র
সরকারি অ্যাম্বুল্যান্স না পেয়ে রাস্তাতেই সন্তান প্রসব করলেন এক তরুণী।
মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাসন্তীর ঝড়খালির পার্বতীপুরে। হাসপাতাল ও স্থানীয় সূত্রের খবর, এ দিন পিন্টু সরকারের স্ত্রী প্রমিলার প্রসবযন্ত্রণা শুরু হয়। পরিবারের লোকজন বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সরকারি অ্যাম্বুল্যান্সের হেল্প লাইন ১০২ নম্বরে ফোন করেন। পরিবারের দাবি, ফোন তুলে জানিয়ে দেওয়া হয়, এখন কোনও অ্যাম্বুল্যান্স নেই।
বাধ্য হয়ে প্রমিলার পরিবারের লোকজন ভ্যান রিকশায় তুলে তাঁকে ঝড়খালির বড় রাস্তার কাছে আনার ব্যবস্থা করেন। ইটের রাস্তা ধরে ভ্যান আসার সময়ে রাস্তাতেই প্রসব হয়ে যায় প্রমিলার। কন্যাসন্তানের জন্ম দেন তিনি। পরে সেখান থেকে গাড়ি ধরে বাসন্তী ব্লক হাসপাতাল আনা হয় মা-মেয়েকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’জনেই ভাল আছেন।
প্রমিলার আত্মীয় কনক সরকার বলেন, ‘‘সরকার বারবার বলছে, প্রাতিষ্ঠানিক প্রসবের কথা। সেখানে দাঁড়িয়ে গর্ভবতী মাকে নিয়ে হাসপাতালে যেতে গিয়ে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হচ্ছে।’’
এ বিষয়ে বাসন্তী ব্লক স্বাস্থ্য আধিকারিক সৈকত বেরা বলেন, ‘‘এ বিষয়ে আমাকে কেউ কোনও অভিযোগ করেননি। তবে এমন একটি ঘটনার কথা শুনেছি। এটা ঠিক, ১০২ নম্বরে অ্যাম্বুল্যান্স নিয়ে অনেকের কাছ থেকে বিভিন্ন রকম অভিযোগ পাচ্ছি। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা করব।’’