State Bank of India

Viral Video: ব্যাঙ্কে ঢুকে দাদাগিরি, কর্মীদের মারধর, বিতর্কে তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী

গত ২৬ অগস্ট ওই এসবিআই শাখায় গিয়েছিলেন হরিহরপুর পঞ্চায়েতের সদস্যা রাবিয়া বাঁশুরি ও তাঁর স্বামী ওয়াইদুল রহমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ১৮:৫৩
Share:

নিজস্ব চিত্র।

ব্যাঙ্কে ঢুকে দাদাগিরি ও ব্যাঙ্ককর্মীদের মারধর করে বিতর্কে জড়ালেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের খাসমল্লিক এলাকার স্টেট ব্যাঙ্ক শাখায়। পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে।
গত ২৬ অগস্ট ওই এসবিআই শাখায় গিয়েছিলেন হরিহরপুর পঞ্চায়েতের সদস্যা রাবিয়া বাঁশুরি ও তাঁর স্বামী ওয়াইদুল রহমান। অভিযোগ, ব্যাঙ্কে ঢুকেই তাঁরা কর্মীদের উপর চড়াও হন। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে ম্যানেজারকে হুমকি দিতে দেখা গিয়েছে রহমানকে। ব্যাঙ্কেরই এক কর্মী তা ক্যামেরাবন্দি করায় তাঁকেও চড়-থাপ্পড় মারতে দেখা যায় পঞ্চায়েত সদস্যার স্বামীকে।

Advertisement

রবিবার রাতে বারুইপুর থানায় স্টেট ব্যাঙ্ক বেঙ্গল সার্কলের পক্ষ থেকে ডেপুটি জেনারেল সেক্রেটারি অরুণ রায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement