রাজনীতির শিকার আমরা, বলছেন মানুষ
Low Voltage

দেওয়ালে ঝোলে  বাল্ব, ঘরে জ্বলে লম্ফ

বিদ্যুৎ আছে। তবু সন্ধ্যা হলেই হ্যারিকেন, লম্ফ জ্বালিয়ে বসে থাকতে হয়। মাথার উপরে ঝোলে ফ্যান। কিন্তু তালপাতার পাখা দুলিয়ে ঘাম শুকোতে হয়। 

Advertisement

দিলীপ নস্কর

উস্তি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৬:২৯
Share:

গ্রামের বহু বাড়িতে এ ভাবেই চলে পড়াশোনা। নিজস্ব চিত্র

নৈনানপুর গ্রামের বাসিন্দা সমীর মণ্ডল, লক্ষ্মণ মণ্ডলদের কথায়, ‘‘মন্ত্রী উস্তি পঞ্চায়েতে ৬ জনের একটি কমিটি গড়ে দিয়েছেন। ওই কমিটির সদস্যেরা এলাকার উন্নয়ন দেখেন। কিন্ত পঞ্চায়েত সদস্য বিজেপির হওয়ায় কোনও উন্নয়ন হচ্ছে না। গত দশ বছরে আমাদের গ্রামের প্রাপ্তি বলতে একটা নলকূপ ও ৭০০ ফুট ঢালাই রাস্তা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা, একশো দিনের কাজ, আমার বাংলা প্রকল্পের মতো সরকারি প্রকল্পের সুবিধাও হাতে গোনা কয়েকজন পেয়েছেন। আমপানে ক্ষতিপূরণের টাকা পেয়েছেন মেরে কেটে ৮-১০ জন। অথচ অনেকের ঘরবাড়ি ক্ষতি হয়েছিল।’’ মগরাহাট ১ বিডিও বিশ্বজিৎ মণ্ডল বলেন, ‘‘জায়গা না পাওয়ায় নতুন ট্রান্সফর্মার বসানো যাচ্ছে না। বাকি সমস্যাগুলি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement