গ্রামের বহু বাড়িতে এ ভাবেই চলে পড়াশোনা। নিজস্ব চিত্র
নৈনানপুর গ্রামের বাসিন্দা সমীর মণ্ডল, লক্ষ্মণ মণ্ডলদের কথায়, ‘‘মন্ত্রী উস্তি পঞ্চায়েতে ৬ জনের একটি কমিটি গড়ে দিয়েছেন। ওই কমিটির সদস্যেরা এলাকার উন্নয়ন দেখেন। কিন্ত পঞ্চায়েত সদস্য বিজেপির হওয়ায় কোনও উন্নয়ন হচ্ছে না। গত দশ বছরে আমাদের গ্রামের প্রাপ্তি বলতে একটা নলকূপ ও ৭০০ ফুট ঢালাই রাস্তা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা, একশো দিনের কাজ, আমার বাংলা প্রকল্পের মতো সরকারি প্রকল্পের সুবিধাও হাতে গোনা কয়েকজন পেয়েছেন। আমপানে ক্ষতিপূরণের টাকা পেয়েছেন মেরে কেটে ৮-১০ জন। অথচ অনেকের ঘরবাড়ি ক্ষতি হয়েছিল।’’ মগরাহাট ১ বিডিও বিশ্বজিৎ মণ্ডল বলেন, ‘‘জায়গা না পাওয়ায় নতুন ট্রান্সফর্মার বসানো যাচ্ছে না। বাকি সমস্যাগুলি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’’