pump

পাম্প চালাতে গিয়ে রায়দিঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২ ভাই, আরও এক ভাই হাসপাতালে

৩ জনকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মনোরঞ্জন এবং  চিত্তরঞ্জনকে মৃত বলে জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৯:৩৩
Share:

দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া। নিজস্ব চিত্র।

পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ ভাইয়ের। আরও এক ভাই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রায়দিঘির পশ্চিমা জটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পাম্পের সাহায্যে পুকুর থেকে জল সেচ করছিলেন খালি করছিলেন মনোরঞ্জন ভুঁইয়া নামে পশ্চিমা জটা এলাকার এক বাসিন্দা। কিন্তু পাম্প চালাতে সমস্যা হচ্ছিল। পাম্প পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মনোরঞ্জন। ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মনোরঞ্জনের দাদা চিত্তরঞ্জনও। তাঁদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আর এক ভাই সত্যরঞ্জনও। স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৩ জনকে উদ্ধার করেন। তাঁদের রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মনোরঞ্জন এবং চিত্তরঞ্জনকে মৃত বলে জানান।

হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সত্যরঞ্জন। একই পরিবারের দু’জনের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement