রেললাইন সারানোর কাজ চলছে। —নিজস্ব চিত্র।
বনগাঁ স্টেশনের আগে রেললাইনে ফাটল। এ জন্য শনিবার সকালে প্রায় আধ ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ রয়েছে সংশ্লিষ্ট শাখায়। বনগাঁ স্টেশন থেকে কোনও ট্রেন যাচ্ছে না। দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে খবর, সকালে স্টেশনে ঢোকার মুখে রেললাইনে ফাটল চোখে পড়ে রেলকর্মীদের। সকাল ৯টা ৫০ মিনিটে মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় সারানোর কাজ। তার পর থেকে আর কোনও ট্রেন যাওয়া-আসা করেনি।
রেল সূত্রে খবর, যাত্রীসুরক্ষার স্বার্থে আপ এবং ডাউন, দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কত ক্ষণ পর পরিষেবা স্বাভাবিক হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না রেলের আধিকারিকেরা। অন্য দিকে, ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বনগাঁ-শিয়ালদহ লাইনের যাত্রীরা অসুবিধায় পড়েছেন। অনেকে ট্রেনের আশা ছেড়ে যশোর রোড দিয়ে বাসে উঠছেন অথবা গাড়ি ভাড়া করছেন। কিন্তু বেশির ভাগ মানুষই পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।
শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, প্রায় এক ঘণ্টা পর বনগাঁ স্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে রেল সূত্রে খবর।
মাস কয়েক আগেই বনগাঁ লাইনে সংস্কার করা হয়েছে। কিন্তু তার পরেও ওই লাইনে প্রায়শই নানা সমস্যা দেখা যাচ্ছে। জগদ্ধাত্রী পুজোর সময়ে ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করায় বিক্ষোভ শুরু করেছিলেন রেলযাত্রীরা। অশোকনগর স্টেশনে অবরোধ হয়েছিল। অবরোধকারীরা অভিযোগ করেছিলেন, বনগাঁ থেকে মাঝেরহাট লোকাল ট্রেনগুলি অধিকাংশ সময় মাঝেরহাট পর্যন্ত যাচ্ছে না। বারাসত বা কলকাতা স্টেশনে গিয়ে থেমে যাচ্ছে। সেই সমস্যা অবশ্য পরে মিটেছে।