Sundarbans. tax

পর্যটন কর এখনই বাড়ছে না সুন্দরবনে

বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, এই পরিস্থিতিতে হঠাৎ করে পর্যটন কর বেশ কিছুটা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। তাঁরা আমাকে সমস্যার কথা জানিয়েছেন। বিষয়টি আমি বিভাগীয় মন্ত্রীকে বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

ভাঙড়  শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০২:০৯
Share:

প্রতীকী চিত্র

করোনা পরিস্থিতির মধ্যে সুন্দরবন পর্যটন কর বেড়ে যাওয়া নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল পর্যটন ব্যবসায়ীদের। আপাতত তাঁদের দাবি মেনে পুরনো কর বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পর্যটন ব্যবসায়ীরা এই পরিস্থিতিতে কর না বাড়ানোর জন্য অনুরোধ করেছিলেন। সকলের সমস্যা কথা বিবেচনা করে আপাতত পুরনো করই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে কোভিড-প্রোটোকল মেনে সব কিছু করতে বলা হয়েছে।’’

Advertisement

সুন্দরবন ওয়াটার পিপলস সোসাইটির সভাপতি হরেন ঘড়ুই বলেন, ‘‘করোনা পরিস্থিতির মধ্যে এমনিতেই পর্যটকেরা সুন্দরবন আসতে চাইছেন না। তার উপরে হঠাৎ করে পর্যটন কর এতটা বেড়ে যাওয়ায় পর্যটকরা এই মুহূর্তে সুন্দরবন ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নেবেন। আমরা সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি বিবেচনা করার জন্য লিখিত ভাবে জানিয়েছিলাম। দফতর থেকে আমাদের আশ্বাস দিয়ে বলা হয়েছে, পুরনো পর্যটন কর বহাল রাখা হবে।’’ বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, ‘‘এই পরিস্থিতিতে হঠাৎ করে পর্যটন কর বেশ কিছুটা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। তাঁরা আমাকে সমস্যার কথা জানিয়েছেন। বিষয়টি আমি বিভাগীয় মন্ত্রীকে বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement