পদত্য়াগী প্রধান কণা গুহ। নিজস্ব চিত্র।
উত্তর ২৪ পরগনার গাইঘাটার শিমুলপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান কণা গুহর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন দলেরই পঞ্চায়েত সদস্যেরা। সেই প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে নিজেই ইস্তফা দিলেন প্রধান।
স্থানীয় সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে কণার স্বামী ধ্যানেশ নারায়ণ গুহ তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে কণা গুহ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামেনি সেই অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত মাসে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা । ২৫ শে জুন অনাস্থা ভোটাভুটির দিন ঠিক করা হয় । অনাস্থা ভোটাভুটির আগেই শারীরিক অসুস্থতা দেখিয়ে ইস্তফা দিলেন প্রধান কণা গুহ ।
কণা অবশ্য বুধবার দাবি করেন, তিনি কখনও বিজেপি-তে যোগ দেননি। তিনি বলেন, ‘‘আমি তৃণমূলে ছিলাম এবং তৃণমূলেই আছি। শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দিলাম।’’