Lovely Maitra

গোড়ালি ডোবা জল পেরিয়ে সোনারপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন লাভলি

গত ২ দিন বৃষ্টির জেরে সোনারপুর পুরসভার ১৫ এবং ১৭ নম্বর ওয়ার্ড এখনও জলমগ্ন রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৪:০৯
Share:

জলমগ্ন সোনারপুরে লাভলি। নিজস্ব চিত্র।

একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের বিভিন্ন এলাকা। ওই শহরের বেশ কিছু ওয়ার্ডে মানুষ এখনও জলবন্দি। শুক্রবার ওই এলাকার পরিস্থিতি ঘুরে দেখলেন সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। জমে থাকা জল ভেঙে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। তারকা বিধায়ককে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

Advertisement

লাভলি যেতেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান, এই এলাকায় নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে। তাই নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি লাভলির কাছে জানিয়েছেন তাঁরা। এবং বাসিন্দাদের অভিযোগের ব্যাপারে দ্রুত পদক্ষেপ করার আশ্বাসও জানিয়েছেন। এ বিষয়ে লাভলি বলেছেন, ‘‘বাসিন্দাদের অসুবিধার কথা শুনেছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’’

গত ২ দিন বৃষ্টির জেরে সোনারপুর পুরসভার ১৫ এবং ১৭ নম্বর ওয়ার্ড এখনও জলমগ্ন রয়েছে। ওই সব এলাকায় অস্থায়ীভাবে পাম্প বসিয়ে জল নামানোর চেষ্টা চালাচ্ছে পুরসভা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement