coronavirus

লকডাউন ভেঙে যজ্ঞ তৃণমূল নেতার

হাবড়া ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য তারকনাথ দাস এলাকার কিছু বাসিন্দা ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ওই ওয়ার্ডের যশোর রোড লাগোয়া দলীয় কার্যালয়ের সামনে এ দিন হোমযজ্ঞের আয়োজন করেছিলেন। হাজির ছিলেন জনা তিরিশ তৃণমূল কর্মী-সমর্থক সহ বেশ কিছু মহিলা সমর্থক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ০০:০১
Share:

শারীরিক দূরত্ব না মেনেই চলছে যজ্ঞ। ছবি: সুজিত দুয়ারি

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রবিবার করোনায় আক্রান্ত হয়েছেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে হাবড়ায় এক তৃণমূল নেতার উদ্যোগে লকডাউন ভেঙে যজ্ঞ হল সোমবার দুপুরে। সেখানে শারীরিক দূরত্ববিধিও মানা হয়নি বলে অভিযোগ।
হাবড়া ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য তারকনাথ দাস এলাকার কিছু বাসিন্দা ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ওই ওয়ার্ডের যশোর রোড লাগোয়া দলীয় কার্যালয়ের সামনে এ দিন হোমযজ্ঞের আয়োজন করেছিলেন। হাজির ছিলেন জনা তিরিশ তৃণমূল কর্মী-সমর্থক সহ বেশ কিছু মহিলা সমর্থক।
তারকনাথ বলেন, ‘‘খাদ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় তাঁর সমর্থকেরা তাঁকে ভালবেসেই লকডাউন ভেঙেছেন। দূরত্ব বজায় রাখতে পারেননি আবেগের কারণে।’’ এ জন্য তিনি ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছেন। পুলিশ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement