তৎপর: বদলে দেওযা হচ্ছে দলের বোর্ড। ছবি: প্রসেনজিৎ সাহা।
দল ছাড়লেন ক্যানিং ১ ব্লক তৃণমূল সভাপতি অর্ণব রায়। শ’দুয়েক অনুগামীকে নিয়ে রবিবার কলকাতায় গিয়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি। কলকাতায় যাওয়ার আগেই ক্যানিং হাসপাতাল মোড়ে দলের কার্যালয়ে তৃণমূলের বোর্ড সরিয়ে বিজেপির বোর্ড আটকে দেন তাঁর অনুগামীরা।
দল বদল এই প্রথম নয় অর্ণবের কাছে। দীর্ঘ দিন দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি ও জাতীয় কংগ্রেস কমিটির সদস্য ছিলেন অর্ণব। বছর তিনেক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। অর্ণবের দলবদলের যুক্তি, ‘‘তৃণমূলে খোলা হাওয়া নেই। ক্যানিংয়ে তৃণমূলের সংগঠন করার মতো পরিবেশ নেই।” রাজ্য বিজেপির শ্রমিক সংগঠনের অন্যতম নেতা পবিত্র সাফুঁই বলেন, ‘‘সত্যিই তৃণমূলে সংগঠন করার কোনও পরিবেশ নেই। ভাল মানুষ ওখানে থাকতে পারবেন না।’’ এ দিন ক্যানিংয়ে এসেছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সভা থেকে তিনি বলেন, ‘‘তৃণমূল একটা বটগাছ। দু’একটা পাতা ঝরে গেলে কিছু হবে না।’’ দলের কার্যালয়ের ভোলবদল নিয়ে জেলা তৃণমূল নেতা পরেশরাম দাস বলেন, ‘‘বিষয়টি খোঁজ নিয়ে দেখব। সে রকম কিছু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”