কম্পিউটার তুলে দেওয়া হচ্ছে স্কুল কর্তৃপক্ষের হাতে। — নিজস্ব চিত্র।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী এলাকার অন্তর্গত স্কুলে কম্পিউটার প্রদান করলেন। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনে আনুষ্ঠানিক ভাবে ৫১৫টি স্কুল কর্তৃপক্ষের হাতে এক হাজারেরও বেশি কম্পিউটার তুলে দেওয়া হয়।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক, বিধায়ক পান্নালাল হালদার প্রমুখ।
পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ বলেন, ‘‘এখন প্রতিটি স্কুলে অনলাইনে কাজ করতে হয়। তাই কোনও স্কুলকে যাতে সমস্যায় না পড়তে হয় সে জন্যই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রী সংখ্যার নিরিখে কম্পিউটার প্রদান করলেন।’’