ভাটপাড়া পুরসভা
হাইকোর্টের নির্দেশে আজ, মঙ্গলবার ফের অনাস্থা প্রস্তাবের উপরে ভোটাভুটি হবে ভাটপাড়া পুরসভায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা টান টান। বিজেপি এবং তৃণমূল দু’পক্ষই শেষ মুহূর্তে ঘর গোছাতে ব্যস্ত।
তাঁদের মহিলা কাউন্সিলরদের বিজেপি হুমকি দিচ্ছে বলে সোমবার অভিযোগ তুলেছে তৃণমূল। নিজেদের কাউন্সলিরদের কল্যাণীর একটি গেস্টহাউসে রেখেছে ঘাসফুল শিবির। মঙ্গলবার সকালে তাঁদের ভাটপাড়া পুরসভায় আনা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, ‘‘কাউন্সিলরদের অন্য জায়গায় সরিয়ে রাখতে হচ্ছে মানে তৃণমূলের অবস্থা সহজেই বোঝা যাচ্ছে। কেউ ওঁদের হুমকি দেয়নি। আসলে অর্জুন সিংহের ভূত ওঁদের তাড়া করছে। দেখা যাক, কত ধানে কত চাল।’’ তৃণমূলের উত্তর ২৪পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আমরা হিংসার রাজনীতি করি না। বিজেপির হাতে যে সংখ্যাগরিষ্ঠতা নেই, তা প্রমাণ হয়ে গিয়েছে। ওরা আমাদের কাউন্সিলরদের নানা ভাবে দলে টানতে চেয়ে পারেনি। সে জন্য হুমকি দিচ্ছে। তবে তাতে লাভ হবে না।’’ বিজেপি শিবির থেকে সোমনাথ তালুকদার তৃণমূলে ফিরে দলের তৃণমূল নেতৃত্ব তাঁকেই ভোটাভুটিতে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন।