একই দেওয়ালে বিজেপি ও কংগ্রেসের প্রচার। ছবি: নির্মাল্য প্রামাণিক
একই দেওয়ালে পাশাপাশি একসঙ্গে একই বুথের কংগ্রেস ও বিজেপি প্রার্থীর প্রচার!
বনগাঁর সুন্দরপুর পঞ্চায়েতের বাগানগ্রামের ২৫০ নম্বর বুথে কংগ্রেস ও বিজেপির ওই প্রচার দেখে তাদের ‘অশুভ আঁতাঁত’ হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ মানেননি বিরোধী দু’দলই। তবে, তৃণমূলের বিরুদ্ধে গ্রামের মানুষ জোটবদ্ধ হয়েছেন বলে তাদের দাবি।
ওই বুথের একটি আসনে বিজেপি প্রার্থী হয়েছেন শিল্পী বালা। কংগ্রেস প্রার্থী পবিত্র সর্দার। তাঁদের ছবি ও দলের প্রতীক দিয়ে ‘জোটপ্রার্থী’ বলে বাগানগ্রামে ফ্লেক্স ঝুলছে, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। আনন্দবাজার সেই ছবির সত্যতা যাচাই করেনি। সোমবার ওই এলাকায় গিয়ে এমন কোনও ফ্লেক্সও চোখে পড়েনি। তবে, এক দেওয়ালে দুই প্রার্থীর প্রচার দেখা যাচ্ছে।
গ্রামবাসীরা জানান, রাজনৈতিক শোরগোল শুরু হওয়ায় সোমবার সকালে ফ্লেক্সগুলি খুলে নেওয়া হয়। ওই ফ্লেক্স ও দেওয়াল লিখন নিয়ে তৃণমূল প্রার্থী সবিতা রানি বিশ্বাস বলেন, ‘'হেরে যাওয়ার ভয়ে গ্রামে বিজেপি-কংগ্রেসের অশুভ আঁতাজ়ত হয়েছে৷ ওরা একসঙ্গে দেওয়াল লিখেছে, ফ্লেক্স টানিয়েছে।’’ একই সুরে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, ‘‘এটা জোট নয়, ঘোঁট৷ আমরা আগেও বলেছিলাম, ওদের মধ্যে আঁতাঁত হয়েছে। এটা তারই প্রমাণ৷ এ সব করে কোনও লাভ হবে না।’’
পক্ষান্তরে, কংগ্রেস প্রার্থী পবিত্রের পাল্টা দাবি, ‘‘আমাকে এবং কংগ্রেসকে হেয় করতে ফ্লেক্স ছাপিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল। বিজেপির সঙ্গে আমাদের জোট হয়নি। তবে, তৃণমূলের বিরুদ্ধে গ্রামের মানুষ জোটবদ্ধ হয়েছেন।’’ বিজেপি প্রার্থী শিল্পীও বলেন, ‘‘কারা এ সব করেছে জানা নেই৷ বিরোধীদের কাজ হতে পারে। কংগ্রেসের সঙ্গে জোট হয়নি।’’
বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়াও বলেন, ‘‘'বিজেপির সঙ্গে কংগ্রেসের কোনও জোটের বিষয় নেই৷ তৃণমূলের অত্যাচারে এখানে নিচুতলার মানুষ একজোট হয়েছেন৷’’