তৃণমূলে যোগ শতাধিক বাম এবং বিজেপি কর্মীর। —নিজস্ব চিত্র।
পুরভোটের আগেই উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিরোধী শিবিরে ভাঙন ধরাল তৃণমূল। জোড়াফুল শিবিরের দাবি, শনিবার তাঁদের দলে যোগ দিয়েছেন শতাধিক বাম এবং বিজেপিকর্মী। যদিও বাম এবং বিজেপি দুই শিবিরই এই ‘ভাঙন’কে বিপজ্জনক হিসাবে দেখছেন না।
শনিবার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে একটি সভায় সিপিএম-বিজেপি-র শতাধিক নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ সাহা। তাঁর বাবা প্রকাশ সাহা বিজেপি-র বারাসত সাংগঠনিক জেলা কমিটির সদস্য। শনিবার তিনি তৃণমূলে যোগ দেন। প্রকাশের বক্তব্য, ‘‘বিজেপি-তে দমবন্ধ করা পরিবেশ।’’
দলবদল নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছে না বামশিবির। অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী করের কথায়, ‘‘এক সময় উনি (প্রকাশ সাহা) তৃণমূলে ছিলেন। সেখান থেকে বিজেপি-তে খেলতে পাঠানো হয়েছিল। আবার তিনি ফিরে গিয়েছেন। তবে এ সবে কাজ হবে না। অশোকনগর এ বার বামেদের।’’
বিজেপি-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রের বক্তব্য, ‘‘এ নিয়ে মন্তব্য করব না। কারণ মুকুল রায়ের সঙ্গে তৃণমূলে চলে গিয়েছিলেন প্রকাশ সাহা। রাজনৈতিক ফয়দা তোলার জন্য এখন যোগদান করেছেন বলে দেখানো হচ্ছে।’’