West Bengal Panchayat Election 2023

‘ভোটে হিংসা হবে না’, প্রতিশ্রুতি নিয়ে বিরোধীদের বাড়িতে ফুল-মিষ্টি হাতে হাজির তৃণমূল!

ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে কোনও অশান্তি হবে না। তৃণমূল প্রার্থীর এই ‘সৌজন্য’-এ খুশি সিপিএম প্রার্থীর পরিবার। যদিও বিজেপি প্রার্থী উপহার ফিরিয়ে দিয়েছেন।

Advertisement

অমিতা দত্ত

শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ২০:৫৮
Share:

বিজেপি প্রার্থী সোমনাথ দাসের (ডান দিকে) হাতে ফুলের তোড়া তুলে দেন তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী (বাঁ দিকে)। —নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটে জায়গায় জায়গায় অশান্তির খবর। তবে তার মধ্যে কিছু কিছু জায়গায় বিপরীত ছবিও ধরা পড়েছে। যেমন, উত্তর ২৪ পরগনায় ২৫ নম্বর জেলা পরিষদের আসনে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী বিরোধী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ফুল এবং মিষ্টি উপহার দিয়ে এলেন। প্রতিশ্রুতি দিলেন, ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে তাঁর এবং দলের তরফে সর্বতো প্রচেষ্টা জারি থাকবে। ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে কোনও অশান্তি হবে না। তৃণমূল প্রার্থীর এই ‘সৌজন্য’-এ খুশি সিপিএম প্রার্থীর পরিবার। যদিও বিজেপি প্রার্থী উপহার ফিরিয়ে দিয়েছেন।

Advertisement

সোমবার তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সিপিএম প্রার্থী চন্দন ঘোষের দত্তপুকুরের বাড়িতে যান। চন্দন সেই সময় বাড়িতে ছিলেন না। তাই সিপিএম প্রার্থীর স্ত্রী সবিতা ঘোষের হাতে ফুল-মিষ্টি তুলে দেন তৃণমূল প্রার্থী নারায়ণ। বার্তা দেন শান্তিপূর্ণ নির্বাচন হবে। সবিতা নিজেও গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী। তাঁর কথায়, ‘‘প্রতিদ্বন্দ্বিতা তো হবেই। রাজনৈতিক লড়াইও থাকবে। কিন্তু এমন সৌজন্যও থাকতে হবে। তাই তৃণমূল প্রার্থীর এই উপহার সাদরে গ্রহণ করলাম।’’

সিপিএম প্রার্থীর বাড়ি থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী সোমনাথ দাসের বাড়িতে যান নারায়ণ। তাঁকে সাদরে বাড়িতে নিয়ে যান বিজেপি প্রার্থী। তৃণমূল প্রার্থীর হাত থেকে ফুল নিলেও মিষ্টি নিতে অস্বীকার করেন সোমনাথ। তিনি বলেন, ‘‘রাজ্যে যে ভাবে সন্ত্রাস হচ্ছে, এই জেলাতেও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না।’’ বিজেপি প্রার্থীর সংযোজন, ‘‘এই কেন্দ্রে যদি অন্তত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়, তা হলে ভোটে যে-ই জিতুন, আমি নিজে নারায়ণ গোস্বামীর সঙ্গে ফুল মিষ্টি নিয়ে দেখা করব।’’

Advertisement

নারায়ণ এর পর দত্তপুকুর এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন। তৃণমূল প্রার্থী বলেন, ‘‘দু’ একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও রাজ্যে শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত নির্বাচন করার লক্ষ্যে বিরোধীদের সম্মান করাই আমাদের আসল উদ্দেশ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement