TMC

আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের বাড়িতে হামলায় অভিযুক্ত তৃণমূল 

জাকির মোল্লা, এবাদত সাঁফুইয়ের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ভাঙড় থানার পুলিশ। তারা দু'পক্ষকে এলাকা থেকে হটিয়ে দেয়। ঘটনার পরে আহলে সুন্নাতুল জামাতের কর্মী-সমর্থকেরা ভাঙড় থানার সামনে এসে বিক্ষোভ দেখান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

ভাঙড় শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০২:১৩
Share:

পুলিশের টহল ভাঙড়ে। ছবি: সামসুল হুদা

আহলে সুন্নাতুল জামাতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের সিতুড়ি গ্রামে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি।সোমবার সন্ধ্যায় ওই এলাকায় আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা নিজেদের সংগঠনের পতাকা, ফেস্টুন লাগাতে গেলে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বাধে বলে অভিযোগ। এ দিন সকালে তৃণমূলের কর্মী- সমর্থকেরা আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

জাকির মোল্লা, এবাদত সাঁফুইয়ের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ভাঙড় থানার পুলিশ। তারা দু'পক্ষকে এলাকা থেকে হটিয়ে দেয়। ঘটনার পরে আহলে সুন্নাতুল জামাতের কর্মী-সমর্থকেরা ভাঙড় থানার সামনে এসে বিক্ষোভ দেখান। পরে দোষীদের গ্রেফতারের দাবিতে ভাঙড় থানায় অভিযোগ জানাযন। এ বিষয়ে আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আব্দুল মালেক বলেন, ‘‘আমাদের কর্মীরা এলাকায় পতাকা লাগাতে গেলে তৃণমূলের লোকজন হামলা চালায়। এই ঘটনায় আমাদের কয়েকজন জখম হয়েছেন।’’ অভিযোগ উড়িয়ে দিয়ে ওই এলাকার তৃণমূল নেতা সাত্তার মোল্লা বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে আমাদের দল কোনও ভাবেই জড়িত নয়। ওরা মিথ্যা অভিযোগ করছে। কারও বাড়িঘর ভাঙচুর, মারধর হয়নি। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে সবটাই পরিষ্কার হয়ে যাবে। ওরা যে এলাকায় যাদের জায়গায় পতাকা লাগাচ্ছিল, তারাই প্রতিবাদ করেন। এই নিয়ে দু’পক্ষের ঝামেলা হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement