Chimney Collapsed

ইটভাটার চিমনি ভেঙে বসিরহাটে মৃত তিন, জখম ২৫, কলকাতায় আনা হয়েছে পাঁচ জনকে

স্থানীয় সূত্রে খবর, এখনও বেশ কয়েক জন চিমনির তলায় আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বসিরহাটের স্বাস্থ্য জেলায় ২০ জনকে ভর্তি করানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৯
Share:

—প্রতীকী ছবি।

ইটভাটায় চিমনি ভেঙে তিন জনের মৃত্যু হল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ২৫ জন। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

বসিরহাট থানার দধতিতা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ইটভাটায় চিমনিতে হঠাৎ আগুন লেগে সেটি ভেঙে পড়ে। চিমনি চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতদের এলাকার বাসিন্দারাই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। সেখানে হাফিজুল মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় সূত্রে খবর, এখনও বেশ কয়েক জন চিমনির তলায় আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বসিরহাটের স্বাস্থ্য জেলায় ২০ জনকে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় কলকাতা আরজি করের স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement