ঘটনাস্থলে পুলিশ। —নিজস্ব চিত্র।
থানার পরিত্যক্ত দফতরের জঞ্জাল সাফ করতে গিয়ে বিস্ফোরণ। তার জেরে জখম তিন শ্রমিক। এই ঘটনা ঘটেছে বরানগরের কুঠি ঘাটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেরই ধারণা, থানার মালখানায় জমা রাখা বিস্ফোরক ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে।
শনিবার বরানগরের কুঠি ঘাটে একটি পরিত্যক্ত বাড়ি সাফ করা হচ্ছিল। সেই সময় জঞ্জালের ভিতরে আচমকাই বিস্ফোরণ ঘটে। তার জেরে আহত হন তিন জন শ্রমিক। জখম শ্রমিকদের মধ্যে খোকন পেয়াদা নামে এক যুবক বলেন, ‘‘বাড়ি ভাঙা হচ্ছিল। তা গাড়িতে করে আমরা অন্য জায়গায় নিয়ে যেতাম। আমি গাড়ির চালক। আমরা পড়ে থাকা রাবিশ সরাচ্ছিলাম। হঠাৎ উপর থেকে কী একটা পড়ল। আমরা ছিটকে গেলাম।’’
স্থানীয় বাসিন্দাদের অনেকেরই মত, ১৫-১৬ বছর আগে ওই এলাকাতেই ছিল বরানগর থানার দফতর। তাঁদের ধারণা, সেই সময় মালখানায় রাখা বিস্ফোরক ফেটেই শনিবার দুর্ঘটনা ঘটেছে। আহতদের সকলকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ভাবে ওই এলাকায় বিস্ফোরক এল তাও খতিয়ে দেখা হচ্ছে।