TMC

শান্তনুর সঙ্গে একদলে থেকে কাজ করতে আপত্তি নেই, মমতা ঠাকুর

শান্তনু বিজেপি ছেড়ে তৃণমূলে এলে মতুয়া সম্প্রদায়ের স্বার্থে দলে থেকেই তাঁর সঙ্গে কাজ করতে কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন। পাশাপাশি তাঁর মন্তব্য, ‘‘তৃণমূল যে দিন আর সম্মান দেবে না, সে দিনই নতুন করে ভাবব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২১:৩৬
Share:

শান্তনু ঠাকুর, মমতাবালা ঠাকুর। ফাইল চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-কে সামনে রেখে মতুয়া সম্প্রদায়ের নেতৃত্বের রাশ কার হাতে থাকবে তা নিয়ে ফের জল্পনা উস্কে দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। যে বনগাঁর প্রাক্তন সাংসদ তিনি, সেখানকারই বর্তমান সাংসদ সাংসদ শান্তনু ঠাকুরের সম্পর্কে জেঠিমা তিনি। দু’জনের মধ্যে রাজনৈতিক এবং সংঘগত সংঘাত রয়েছে। সেই জায়গা থেকে মিলেমিশে কাজ করার কথা বলে মতুয়া সম্প্রদায়ের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করলেন মমতাবালা।

Advertisement

শান্তনু বিজেপি ছেড়ে তৃণমূলে এলে মতুয়া সম্প্রদায়ের স্বার্থে দলে থেকেই তাঁর সঙ্গে কাজ করতে কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন। পাশাপাশি তাঁর মন্তব্য, ‘‘তৃণমূল যে দিন আর সম্মান দেবে না, সে দিনই নতুন করে ভাবব।’’

উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে সিএএ ইস্যুতে সোমবার অবস্থান বিক্ষোভ দেখায় মতুয়া সম্প্রদায়ের একাংশ। সেখানে বিজেপি-র বিরুদ্ধে সরব হন মমতাবালা। ‘‘বিজেপি ভয় পেয়েছে বলেই সিএএ কার্যকর করছে না,’’— এ কথা বলেন তিনি। পাশাপাশি তিনি শান্তনুকে তৃণমূলে আসার আহ্বানও জানান পরোক্ষ ভাবে। মমতাবালা বলেন, ‘‘জাতির স্বার্থে, মতুয়াদের স্বার্থে যিনি আসবেন, তাঁকেই স্বাগত। মতুয়াদের দাবি আদায়ে একসঙ্গে লড়াই করতে আমার কোনও অসুবিধা নেই।’’ শান্তনু প্রসঙ্গে বলেন, ‘‘পারিবারিক অসুবিধা থাকতেই পারে। দল ঠিক করবে তিনি দলে আসবেন কি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement