kakdwip

মত্ত অবস্থায় কাকদ্বীপের স্কুলে দুই শিক্ষক! ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা

অভিযোগ, সোমবার স্কুলে ক্লাস চলাকালীন দুই শিক্ষক মত্ত অবস্থায় হাজির হন। কিছু ক্ষণের মধ্যেই এই ঘটনা জানাজানি হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কাকদ্বীপ শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ২০:৫৭
Share:

প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিককে উদ্ধার করে কাকদ্বীপ থানায় নিয়ে আসে পুলিশ। —নিজস্ব চিত্র।

মত্ত অবস্থায় স্কুলে এসেছেন বলে অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সোমবারের ঘটনা।

Advertisement

অভিযোগ, সোমবার স্কুলে ক্লাস চলাকালীন দুই শিক্ষক মত্ত অবস্থায় হাজির হন। কিছু ক্ষণের মধ্যেই এই ঘটনা জানাজানি হয়ে যায়। এর পরেই অভিভাবকেরা দুই শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। পরে কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিককে উদ্ধার করে কাকদ্বীপ থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেগতিক দেখে অন্য এক শিক্ষক বিদ্যালয় ছেড়ে পালিয়ে যান। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান নামখানা ব্লক প্রশাসনের এক আধিকারিক। গ্রামবাসীদের তরফে নামখানা ব্লক প্রশাসনের কাছে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement