ভিতপুজো: নিজস্ব চিত্র
এক সময়ে ইছামতীতে সাঁতার কেটেই জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় জায়গা করে নিতেন বনগাঁর তরুণ-তরুণীরা। কিন্তু যবে থেকে ইছামতীর দখল নিয়েছে কচুরিপানা, সাঁতারের আর তেমন সুযোগ পান না কেউ।
সমস্যা মেটাতে এ বার এগিয়ে এল বনগাঁ পুরসভা। কয়েক কোটি টাকা ব্যয়ে বনগাঁ থানা-সংলগ্ন একটি জলাশয়ে তৈরি করা হচ্ছে আধুনিক ইন্ডোর স্যুইমিং পুল। বৃহস্পতিবার তারই ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে হাজির ছিলেন পুরপ্রধান শঙ্কর আঢ্য, আইসি সতীনাথ চট্টোরাজ এবং কাউন্সিলরেরা।
শুধু স্যুইমিং পুলই নয়, ইন্ডোর ব্যাডমিন্টন কোর্টও তৈরি হবে একই সঙ্গে। অতীতে বহু প্রতিশ্রুতিমান খেলোয়াড় উঠে এসেছেন বনগাঁ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু তাঁরা কখনও ভাল রকম প্র্যাকটিসের সুযোগই পাননি। এ বার সেই অভাবও ঘুচবে বলে আশা করছে সব পক্ষ।
পুরসভার সূত্রে জানা গিয়েছে, প্রায় পৌনে দু’বিঘে জমি নিয়ে পূর্ত দফতরের একটি জলাজমি ছিল। যা বেদখল হতে বসেছিল। পুরসভার পক্ষ থেকে সেখানে ২২ কাঠা জমির উপরে স্যুইমিং পুল ও ব্যাডমিন্টনের ইন্ডোর কোর্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
থাকছে ফুড কোর্ট। শহরে খাবারের জন্য কোনও রেস্তোঁরা নেই। এ ছাড়া, মাল্টিজিম তৈরি করে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের শরীর সচেতন করারও উদ্যোগ করা হয়েছে।
ওই জলাজমির পাশে কয়েকটি বাড়ি ছিল সরকারি জমির উপরে। পুরসভার পক্ষ থেকে তেরোটি পরিবারকে অন্যত্র সরিয়ে সরকারি প্রকল্পে বাড়িও তৈরি করে দেওয়ার কাজ শুরু হয়েছে।
শঙ্করবাবু বলেন, ‘ওই কাজের জন্য রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অর্থের আবেদন করা হয়েছে। আপাতত পুরসভার নিজস্ব তহবিল থেকে কাজ শুরু হয়েছে।’’