তালিম: পড়ুয়াদের প্রশিক্ষণ চলছে এখানেই। নিজস্ব চিত্র।
এলাকার পড়ুয়াদের ইংরেজিতে সড়গড় করতে এগিয়ে এলেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যেরা। সম্প্রতি দেগঙ্গায় চালু হয়েছে বিনামূল্যে ‘স্পোকেন ইংলিশ’-এর প্রশিক্ষণ।
সংগঠনের সদস্যেরা জানান, প্রত্যন্ত এই গ্রামীণ এলাকায় অনেক পড়ুয়ার দক্ষতা থাকলেও আর্থিক কারণে ইংরেজিতে কথা বলার প্রশিক্ষণ নিতে পারে না। ফলে পরবর্তী জীবনে চাকরি ক্ষেত্রে সমস্যা হয়। তাদের কথা ভেবেই এই পরিকল্পনা। ইতিমধ্যে ৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। এলাকারই একটি আমবাগানে পুকুরের ধারে বসে চলছে ক্লাস। আগামী দিনে ধাপে ধাপে পড়ুয়ার সংখ্যা বাড়ানো হবে বলে জানান উদ্যোক্তারা। ‘স্পোকেন ইংলিশ’ ছাড়া অন্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। প্রশিক্ষণ শেষে বৃত্তিপ্রদানের ব্যবস্থাও থাকবে বলে জানান উদ্যোক্তারা।
সম্প্রতি এই কর্মসূচির উদ্বোধন করেন এসএফআইয়ের জেলা সম্পাদক আকাশ কর। উপস্থিত ছিলেন সিপিএমের দেগঙ্গা ১ লোকাল কমিটির আহ্বায়ক সান্তাক্লজ হোসেন, চাঁপাতলা ইউনিট সম্পাদক শেখ ফারহান-সহ ছাত্রনেতা এবং সিপিএমের জেলা কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন। সান্তাক্লজ বলেন, “ছাত্র সংগঠনের সদস্য হিসেবে ছাত্রছাত্রীদের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। স্পোকেন ইংলিশ ক্লাস দিয়ে শুরু হল। আর্থিক ভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য আমরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি। ধীরে ধীরে সেগুলি বাস্তবায়িত করব।”