coronavirus

Coronavirus in West Bengal: হাসপাতাল নিয়ে সরকারি নির্দেশিকায় বিভ্রান্তি

প্রশ্ন উঠেছে, তা হলে কী রাজ্য সরকার এটিকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে? এ দাবি শহরবাসীরও দীর্ঘদিনের।

Advertisement

সীমান্ত মৈত্র  

গোবরডাঙা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ০৭:৩৯
Share:

প্রতীকী ছবি।

করোনা পরিস্থিতিতে কিছুদিন আগে গোবরডাঙা গ্রামীণ হাসপাতালকে ‘কোভিড হাসপাতাল’ হিসেবে ঘোষণা করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর।

Advertisement

১৮ অগস্ট রাজ্যের স্বাস্থ্য দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিচার বিবেচনা করে রাজ্যের ১৩টি হাসপাতালকে ‘নন কোভিড হাসপাতাল’ হিসেবে ঘোষণা করা হল। সেই তালিকায় নাম আছে ‘গোবরডাঙা স্টেট জেনারেল হাসপাতাল’-এর।

ফলে প্রশ্ন উঠেছে, তা হলে কী রাজ্য সরকার এটিকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে? এ দাবি শহরবাসীরও দীর্ঘদিনের।

Advertisement

গোবরডাঙা হাসপাতালটি স্টেট জেনারেল হাসপাতাল হিসেবে তৈরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে গোবরডাঙা পৌর উন্নয়ন পরিষদ। সংগঠনের সহ সভাপতি পবিত্র মুখোপাধ্যায় বলেন, ‘‘গোবরডাঙা গ্রামীণ হাসপাতালটিকে স্টেট জেনারেল হাসপাতাল হিসেবে ঘোষণার সরকারি সিদ্ধান্তে আমরা খুশি হয়েছি। রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ, দ্রুত স্টেট জেনারেল হাসপাতাল হিসেবেই এটি চালুর ব্যবস্থা করুক।’’

গোবরডাঙা হাসপাতাল বাঁচাও কমিটির আহ্বায়ক বাপি ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, স্টেট জেনারেল হাসপাতাল পূর্ণাঙ্গ রূপে চালু হোক। সরকার যদি স্বীকৃতি দেয়, তা হলে গোবরডাঙার মানুষের কাছে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না।

তবে সত্যিই হাসপাতালটি স্টেট জেনারেল হাসপাতাল হিসেবে ঘোষণা হয়েছে কিনা খোঁজ নিয়ে জানতে হবে।’’ সিপিএম নেত্রী স্বপ্না ঘোষ অবশ্য মনে করছেন, এই ঘোষণার মাধ্যমে মানুষকে ‘ভাঁওতা’ দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, ‘‘বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।’’

জেলা স্বাস্থ্য দফতরের কাছেও স্পষ্ট খবর নেই, সত্যিই হাসপাতালটি স্টেট জেনারেল হাসপাতাল করা হয়েছে, নাকি সরকারি নির্দেশ ভুলবশত ছাপা হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপসকুমার রায় বলেন, ‘‘রাজ্য স্বাস্থ্য দফতরে মেল করা হয়েছে। উত্তর এলে বলতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement