তৃণমূলে যোগদান। — নিজস্ব চিত্র।
ভাঙড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল ৬০টি পরিবার। এমনটাই দাবি ভাঙড়ের তৃণমূল নেতৃত্বের। যদিও তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছে আইএসএফ। তাদের দাবি, গোটা বিষয়টিই ‘নাটক’।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শাসকদল ছেড়ে আইএসএফ এবং বিজেপিতে যোগদান করেছিল ভাঙড়ের ব্যাওতা ২ অঞ্চলের কুলবেড়িয়া এলাকার কয়েকটি পরিবার। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই পরিবারগুলি আবার তৃণমূলে যোগদান করেছে বলে জোড়াফুল শিবির সূত্রে দাবি করা হয়েছে। মঙ্গলবার রাতে ভাঙরের তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল এবং খয়রুল ইসলামের হাত ধরে প্রায় ৬০টি পরিবার তৃণমূলে যোগ দেয়। তৃণমূল নেতা প্রদীপের বক্তব্য, ‘‘ওঁরা ভুল বুঝে অন্য দলে গিয়েছিলেন। তাঁরা আবার তৃণমূলে ফিরে এসেছেন।’’ একই সুর খইরুলেরও। তাঁর দাবি, ‘‘পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ বা বিজেপি বলে কিছু ভাঙড়ে থাকবে না। প্রতিটি বুথেই জিতবে তৃণমূল।’’
তৃণমূলের দাবি উড়িয়ে দিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘‘এলাকার মানুষজন আইএসএফের সঙ্গে রয়েছেন। তৃণমুলের পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে। তাই লোক দেখানোর জন্য এই সব নাটক করছে। পঞ্চায়েত ভোটেই বোঝা যাবে মানুষ কাদের সঙ্গে আছে।’’