corona

Covid Infection: চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রে করোনার কোপ, ৬ চিকিৎসকের মধ্যে ৪ জন আক্রান্ত

দু’জন চিকিৎসক চালাচ্ছেন স্বাস্থ্যকেন্দ্রটি। রোগীর চাপ বাড়লে অন্য জায়গা থেকেও চিকিৎসকদের নিয়ে আসতে হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গাইঘাটা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৬:৫৫
Share:

করোনা আক্রান্ত চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কয়েক জন চিকিৎসক। নিজস্ব চিত্র

স্বাস্থ্যকেন্দ্রে করোনার কোপ। এ বার উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কয়েক জন চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। যার জেরে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রে মোট ছয় জন চিকিৎসক রয়েছেন। যার মধ্যে ব্লক স্বাস্থ্য আধিকারিক সুজন গাইন-সহ চার জন চিকিৎসক বর্তমানে করোনা আক্রান্ত। এখন দুই জন চিকিৎসক চালাচ্ছেন স্বাস্থ্যকেন্দ্রটি। রোগীর চাপ বাড়লে অন্য জায়গা থেকেও চিকিৎসকদের নিয়ে আসতে হচ্ছে।

Advertisement

গাইঘাটা ব্লকের সেকেন্ড মেডিক্যাল অফিসার প্রদীপ দত্ত বলেন, ‘‘বহু মানুষ স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা পেয়ে থাকেন। ছয় জন চিকিৎসকের মধ্যে চার জন অসুস্থ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement