Sunderbans Tiger

কুলতলির পর এ বার পাথরপ্রতিমা, নদীর ধারে দেখা মিলল বাঘের পায়ের ছাপের, ঘুম উড়েছে গ্রামের

ঠাকুরান নদীর পারের কাদামাটিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়েরা। সেই খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে গ্রামে। আতঙ্ক ছড়ায়। স্থানীয়দের নিয়ে রাত পাহারা দেওয়া শুরু করে বন দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

পাথরপ্রতিমা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০০
Share:

পাথরপ্রতিমায় বাঘের পায়ের ছাপ। — নিজস্ব চিত্র।

সুন্দরবনে আবার বাঘের আতঙ্ক। এ বার ঠাকুরান নদীর পারে মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ। তা দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যবস্থা করা হয় রাত পাহারার। পাহারা দিচ্ছে বন দফতরও। কিন্তু বাঘের দেখা মেলেনি। যদিও দক্ষিণরায় যে আশপাশেই আছে, তা সন্দেহ করছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, সুযোগের অপেক্ষায় সম্ভবত ওত পেতে আছে বাঘ।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভা এলাকার অন্তর্গত শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর মৌজার দলপতির পায়রার শুইলিসের সামনে ঠাকুরান নদীর পারে বাঘের পায়ের ছাপ। শনিবার বিকেল নাগাদ স্থানীয় বাসিন্দারা ছাপ দেখতে পান। নদীর পারে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে, এই খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে। তার পর থেকে আতঙ্কগ্রস্ত এলাকাবাসী। গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ এসে পৌঁছয়। পাশাপাশি, বন দফতরের আধিকারিকেরাও চলে আসেন। সারা রাত টায়ার জ্বালিয়ে এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পাহারা দেওয়া হয়। কিন্তু কিন্তু বাঘের দেখা মেলেনি।

দু’দিন আগেই কুলতলিতে রাতভর বাঘের গর্জনে ঘুম উড়েছিল গ্রামবাসীদের। দেখা গিয়েছিল পায়ের ছাপও। কিন্তু টানা দু’দিন ধরে তল্লাশি চালিয়েও বাঘের দেখা পাননি বন দফতরের কর্তারা। এ বার বাঘের পায়ের ছাপ মিলল পাথরপ্রতিমায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement