Bomb Recovered From House of TMC Leader

তৃণমূল নেতার দুয়ারে মিষ্টির প্যাকেটে বোমা ভরে ‘উপহার’ অজ্ঞাতপরিচতের! দেগঙ্গায় শোরগোল

দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের দাবি, সকালে বাড়ির মূল ফটকের সামনে সিঁড়িতে একটি মিষ্টির প্যাকেট রেখে গিয়েছেন কেউ বা কারা। তাতে বোমা ভরা ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৩:২৬
Share:
Bomb

উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে। —নিজস্ব চিত্র।

ঘুম থেকে উঠে বাড়ির দরজার সামনে মিষ্টির প্যাকেট দেখে অবাক হয়েছিলেন মহিলা। প্যাকেটে উঁকি দিয়ে চক্ষু চড়কগাছ বৃদ্ধার। তাঁর চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন পঞ্চায়েত প্রধান ছেলে। দেখা যায় মিষ্টির প্যাকেটে ভরা রয়েছে দুটো তাজা বোমা! বুধবার সকালে এই ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে গিয়ে বোমা উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের দাবি, সকালে বাড়ির মূল ফটকের সামনে সিঁড়িতে একটি মিষ্টির প্যাকেট রেখে গিয়েছেন কেউ বা কারা। তাতে বোমা ভরা ছিল। কে বা কারা এই ঘটনা ঘটালেন, তার জবাব নেই বাপ্পার কাছে। পুরো ঘটনায় তিনি এবং তাঁর পরিবার আতঙ্কিত। তৃণমূল পঞ্চায়েত প্রধানের মা বলেন, ‘‘সকালে উঠে দেখি মিষ্টির প্যাকেট রয়েছে সিঁড়িতে। খুলতেই চমকে উঠি। দেখি, মিষ্টির প্যাকেটে রয়েছে দুটো বোমা।’’ পঞ্চায়েত প্রধান বলেন, ‘‘কে বা কারা করেছেন, জানি না। কী উদ্দেশ্য জানি না। তবে গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি।’’

পুলিশ গিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বোমা উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় শোরগোল ওই অঞ্চলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement