Protest

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিক্ষোভ স্কুলে

স্কুল সূত্রের খবর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীনা মজুমদার রায়ের বদলির নির্দেশ এসেছে সম্প্রতি। তাঁর জায়গায় স্কুলে এসেছেন প্রধান শিক্ষক। এরই প্রতিবাদে এ দিন বিক্ষোভ শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ ০৭:২৭
Share:

—প্রতীকী চিত্র।

শিক্ষিকার বদলির প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুরের শঙ্করপুর ১ পঞ্চায়েতের শঙ্করপুর অঞ্চল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।

Advertisement

স্কুল সূত্রের খবর, ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীনা মজুমদার রায়ের বদলির নির্দেশ এসেছে সম্প্রতি। তাঁর জায়গায় স্কুলে এসেছেন প্রধান শিক্ষক। এরই প্রতিবাদে এ দিন বিক্ষোভ শুরু হয়। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়তে হয় নতুন প্রধান শিক্ষককেও। অন্য শিক্ষক-শিক্ষিকাদেরও এ দিন স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়।

বিক্ষোভকারী পড়ুয়া, অভিভাবকদের দাবি, রীনা থাকাকালীন স্কুলের প্রচুর উন্নতি হয়েছে। তাঁকেই এই স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে রেখে দিতে হবে। কেন আচমকা স্কুলে নতুন প্রধান শিক্ষক আনা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তাঁরা। নতুন প্রধান শিক্ষককে মানা হবে না বলেও জানিয়ে দেন। এ দিন স্কুলে আসেননি রীনা। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পড়ুয়া ও অভিভাবকেরা আমাকে ছাড়তে চাইছেন না। আমিও চাই না এই স্কুল ছেড়ে যেতে। জানি না কিসের ভিত্তিতে আমাকে সরানো হল।”

Advertisement

জেলা স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, জেলা জুড়েই বিভিন্ন স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement