এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতীকী চিত্র।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, পরে তাঁকে খুন করে দেওয়া হবে হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার এ নিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।
ওই তরুণী জানিয়েছেন, কিছু দিন আগে তাঁর কয়েক জন বান্ধবীর মাধ্যমে ওই যুবকের পরিচয় হয়। তার পর থেকে নানা ভাবে তাঁকে প্রেম নিবেদনের চেষ্টা করেছেন ওই যুবক। তিনি প্রথম থেকেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। জানিয়েছেন, তিনি সম্পর্কে যেতে রাজি নন। কিন্তু তার পরেও নানা ভাবে তাঁকে বিরক্ত করে চলেন অভিযুক্ত।
বৃহস্পতিবার সকালে বনগাঁর ত্রিকোণ পার্ক এলাকায় টিউশন নিতে গিয়েছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্রীটি। ফেরার পথে ওই যুবক তরুণীর হাত ধরে টানাটানি করেন প্রথমে। বাধা দিলে শুরু হয় মারধর। শুক্রবার সকালে এ নিয়ে বনগাঁ থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কলেজছাত্রী।
তরুণীর বাবা জানিয়েছেন, গোটা ঘটনায় তাঁরা আতঙ্কিত। প্রৌঢ় বলেন, ‘‘মেয়ে টিউশন নিয়ে গিয়ে আক্রান্ত হয়েছে। ওই যুবক হুমকি দিয়েছে আমার মেয়েকে। বলেছে, মেরে লাশ গুম করে দেবে। আমরা প্রশাসনের দারস্থ হয়েছি। ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’’ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।