police

পুলিশের জালে ‘ডন নম্বর ওয়ান’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে পাল্লা এলাকায় গোপালনগর-নহাটা সড়কের ধারে একটি এয়ারগান নিয়ে পাখি শিকার করছিল ওই যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৪০
Share:

এই সেই ‘ডন’। ছবি তুলেছেন নির্মাল্য প্রামাণিক।

গোপালনগর থানার পুলিশের হাতে ধরা পড়ল ‘ডন নম্বর ওয়ান।’

Advertisement

বৃহস্পতিবার রাতে গোপালনগর থানার চৌবেড়িয়া গ্রামে বাড়ি থেকে গ্রেফতার করা হয় আমির হোসেন মণ্ডলকে। নিজেকে ‘ডন নম্বর ওয়ান’ বলে দাবি করে এলাকার লোকজনকে সে শাসিয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে পাল্লা এলাকায় গোপালনগর-নহাটা সড়কের ধারে একটি এয়ারগান নিয়ে পাখি শিকার করছিল ওই যুবক। পথচলতি মানুষজন ও স্থানীয় বাসিন্দারা তাকে নিষেধ করেন। রণমূর্তি ধারণ করে ওই যুবক হম্বিতম্বি করতে থাকে। নাম জিজ্ঞাসা করলে গ্রামবাসীদের হুমকি দিয়ে বলে, ‘আমার নাম ডন নম্বর ওয়ান।’ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা বেধে যায়। খবর যায় গোপালনগর থানায়। পুলিশ আসার আগেই চম্পট দেয় সে। পরে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি এয়ারগান বাজেয়াপ্ত করা হয়েছে। মদ্যপ অবস্থায় উৎপাত ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আদালতে পাঠানো হয়েছে। পাখি শিকার সংক্রান্ত কোনও সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেই ধারাও জুড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ধরা পড়ে অবশ্য গুটিয়ে গিয়েছে হম্বিতম্বি। পুলিশকে ‘ডন’ জানিয়েছে, অজান্তে অন্যায় হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement