প্রতীকী ছবি।
রিভলভার-সহ নানা ধরনের অস্ত্র তৈরির কারখানার হদিস পেল পুলিশ।
বুধবার রাতে হাড়োয়ার গোপালপুর গ্রামে এসটিএফ এবং জেলা পুলিশ যৌথ অভিযান চালায়। গ্রেফতার করা হয় বাসুদেব সাঁতরা, আসাবুর মোল্লা এবং সামসুর মোল্লাকে। ধৃতদের কাছ থেকে ২টি রিভলভার-সহ ৩০-৩৫টি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি ঘটনার তদন্তে নেমে কলকাতার নিউটাউন এলাকাতে এসটিএফের হাতে রিভলভার-সহ ধরা পড়ে এক দুষ্কৃতী। তাকে জেরা করে হাড়োয়ায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস মেলে। তারই ভিত্তিতে এ দিন গভীর রাতে হাড়োয়ার গোপালপুর গ্রামে বাসুদেবের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে তখন রিভলভারের দামদর করতে ব্যস্ত ছিল দু’নম্বর চৈতলের বাসিন্দা আসাবুর এবং হাসনাবাদের খড়মপুরে সামসুর। পুলিশ বাড়িটি ঘিরে ফেলে।তিনজন গ্রেফতার হলেও প্রথমে অস্ত্রের কোন হদিস মিলছিল না। শেষে একটি ঘরের খাট সরান তদন্তকারীরা। সেখান থেকেই উদ্ধার হয় রিভলভার, লেদমেশিন, পাইপ-সহ প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ। ধৃত তিনজনকে এ দিন বসিরহাটের এ সি জে এমের আদালতে তোলা হল বিচারক বাড়ির মালিক বাসুদেবকে দু’দিন পুলিশি হেফাজত এবং বাকি দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।