অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল অটোতে। তার প্রতিবাদ করায় রবিবার ফের দুই যাত্রীকে মার খেতে হল ক্যানিঙে। পুলিশ জানিয়েছে, ঘটনার কোনও অভিযোগ হয়নি। হারমস গায়েন ওরফে হরমুজ নামে ওই অটোচালক পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ক্যানিং ও বাসন্তীর সংযোগকারী মাতলা সেতুর সামনে থেকে সাহেব মোল্লা ও আমিন মোল্লা নামে দুই যুবক অটোতে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোতো পাঁচজন যাত্রী বসানোর পরেও আরও দু’জন যাত্রী তুলতে চান হারমস। তার প্রতিবাদ করেন সাহেবরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। এরপরেই ওই অটোচালক সাহেব ও আমিনকে মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আহতেরা দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিলেন। পরে পথচলতি মানুষ তাঁদের হাসপাতালে নিয়ে যায়।
দিন কয়েক আগে কলকাতার তারাতলায় খুচরো দিতে না পারায় এক মহিলা যাত্রীকে অটোচালক চড় মারে বলে অভিযোগ। ওই মহিলা চালকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ করেন। পরে পুলিশ ওই চালককে গ্রেফতার করে।
মাস খানেক আগে অটো সরাতে বলায় খাদ্য ভবনের সামনেই মার খেতে হয়েছিল হোমগার্ডকে। তার কিছুদিন আগে একই জায়গায় খাদ্যমন্ত্রীও অটোচালকের দাদাগিরির শিকার হয়েছিলেন। তারপরেও শোধরানো তো দূরের কথা। অটোচালকেরা আছেন সেই বেপরোয়া মেজাজেই।
পুলিশ জানিয়েছে, এ দিন অটোটি ক্যানিং থেকে সোনাখালির দিকে যাচ্ছিল। মাঝপথে ঝামেলা শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় অটোগুলি অতিরিক্ত যাত্রী নিয়েই যাতায়াত করে।