Saokat Molla

দুর্নীতি দেখলেই তাড়িয়ে দেওয়া হবে, ভাঙড়ের নবনির্বাচিত প্রধানদের বার্তা তৃণমূলের শওকতের

বৃহস্পতিবার বিকালে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে ভাঙড় ২ ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান, উপপ্রধান এবং স্থানীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকের আয়োজন করেন শওকত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ভাঙড় শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৩ ১০:৩২
Share:

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। —ফাইল চিত্র ।

কোনও রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। নব নির্বাচিত প্রধান এবং উপপ্রধানদের কড়া ভাষায় এমনটাই হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার বিকালে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে ভাঙড় ২ ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান, উপপ্রধান এবং স্থানীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকের আয়োজন করেন শওকত। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলামও। এলাকায় সংগঠনকে কী ভাবে মজবুত করা যায়, তা নিয়ে আলোচনার পর শওকত নবনির্বাচিত প্রধান এবং উপপ্রধানদের কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘নিজেদের সম্মান যদি বাঁচাতে চাও তা হলে কনট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ বন্ধ করো। দল কোনও রকম দুর্নীতি বরদাস্ত করবে না। দল এই বিষয়ে এখন খুব কড়া। যদি কাউকে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে দেখে, তা হলে তাড়িয়ে দেবে। সে যত বড় প্রধান, উপপ্রধান যে-ই হোক না কেনো।’’

Advertisement

একই সঙ্গে নবনির্বাচিত মহিলা প্রধান এবং উপপ্রধানদের সমস্ত দলীয় এবং প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার বার্তাও বৃহস্পতিবার দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। শওকত বলেন, ‘‘আমাদের মহিলা প্রধানদের বৈঠকে আসতে হবে। তাঁদের স্বামীরা আসুক অসুবিধা নেই। কিন্তু মহিলা প্রধানরা শুধু পঞ্চায়েত অফিসে বসে থাকলে হবে না। জনপ্রতিনিধিদের থেকে মানুষ বেশি অনেক আশা করেন। কেউ যদি বৈঠকে আসা নিয়ে সেনসিটিভ হন, তা হলে বুঝতে হবে তাঁদের প্রধান করা আমার উচিত হয়নি।’’

মহিলা প্রধান-উপপ্রধানদের বৈঠকে যোগ দেওয়ার প্রসঙ্গে আরাবুল বলেন, ‘‘আমি মহিলা প্রধানদের প্রতিটি বৈঠকে যোগ দেওয়ার কথা জোর দিয়েই বলেছি। বৈঠকে জনসংযোগ তৈরি হয়। মানুষও প্রধানদের চিহ্নিত করতে পারে। এখনও অনেকে নবনির্বাচিত প্রধানদের মানুষ চেনেন না। তাদের স্বামীরা সরকারি বৈঠকে থাকতে পারবেন না। মহিলা প্রধান এবং উপপ্রধানদেরই থাকতে হবে। পরবর্তীকালে ওঁদেরই মানুষকে পরিষেবা দিতে হবে। তাই দলের সব বৈঠকেও থাকতে হবে ওঁদের।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement