মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ। — ফাইল চিত্র
ফের এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ। শনিবার এই ঘটনা ঘটেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ঝিলার জঙ্গলে। বিষয়টি স্থানীয় থানা এবং বন দফতরে জানিয়েছেন নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যরা। নিখোঁজ মৎস্যজীবীর সন্ধান চালানো হচ্ছে।
বন দফতর সূত্রে খবর, শনিবার সঙ্গীদের নিয়ে ঝিলার জঙ্গলে নৌকায় চড়ে মাছ ধরতে গিয়েছিলেন দ্বারিক মণ্ডল নামে গোসাবার এক বাসিন্দা। ঝিলার জঙ্গলে মাছ ধরার সময় হঠাৎই একটি বাঘ নৌকা থেকে তাঁকে তুলে নিয়ে চলে যায় বলে তাঁর সঙ্গীদের থেকে জানতে পারা গিয়েছে। দ্বারিকের অন্যান্য সঙ্গীরা বাধা দিলেও বাঘটিকে আটকাতে পারেননি।
শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই মৎস্যজীবীর কোনও খোঁজ মেলেনি। তাঁর সন্ধান শুরু হয়েছে। সেই সঙ্গে ওই মৎস্যজীবী দলটির কোনও সরকারি অনুমতি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।