Scheme Bank

উন্নয়নের কাজে গতি আনতে ‘স্কিম ব্যাঙ্ক’ জেলা পরিষদের

জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘‘১৪ সেপ্টেম্বর থেকে জেলার প্রতিটি ব্লকে আলাদা আলাদা বৈঠক করব।

Advertisement

সীমান্ত মৈত্র  

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫১
Share:

—ছবি সংগৃহীত

উত্তর ২৪ পরগনা জেলায় উন্নয়নের কাজে গতি আনতে জেলা পরিষদের তরফে ‘স্কিম ব্যাঙ্ক’ তৈরির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, জেলা জুড়ে জনস্বাস্থ্য থেকে পূর্ত, সড়ক, বিদ্যুৎ, বাঁধ নির্মাণ, পানীয় জল সংক্রান্ত প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলির অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা তৈরি করা হবে। এতে উন্নয়নের জন্য অর্থ এলে দ্রুত প্রকল্প ঠিক করে ফেলা যাবে। প্রাথমিক ভাবে এ কাজ শুরুও হয়েছে।

Advertisement

জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘‘১৪ সেপ্টেম্বর থেকে জেলার প্রতিটি ব্লকে আলাদা আলাদা বৈঠক করব। সেখানে উপস্থিত থাকবেন প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, কর্মাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্যেরা। বিভিন্ন দফতরের সরকারি আধিকারিকেরাও থাকবেন। ওই বৈঠকে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক প্রস্তাব সরাসরি শুনে নথিভুক্ত করা হবে। অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সেই কাজ শুরুও হবে।’’

এতদিন মূলত জেলা পরিষদের সদস্যেরাই নিজেদের এলাকার কাজের প্রস্তাব পরিষদে জমা করতেন। সরাসরি পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষে জেলা পরিষদের কাছে প্রস্তাব কমই আসত। অনেক সময় তা খতিয়েও দেখা হত না। নারায়ণ বলেন, ‘‘এমনও দেখা গিয়েছে, একজন জেলা পরিষদ সদস্য যে কাজের আবেদন করেছেন, বাস্তবে ওই এলাকায় অন্য কোনও কাজ করা বেশি গুরুত্বপূর্ণ। সেটা আমরা জানতে পারতাম না। এখন থেকে সেই সমস্যা আর থাকবে না। কোন কাজ আগে করা দরকার, তা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির থেকেই জানতে পারব।’’

Advertisement

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, অনেক সময়েই টাকা থাকলেও নতুন প্রকল্প খোঁজা সময়সাপেক্ষ হয়ে ওঠে। স্কিম ব্যাঙ্কের সুবিধা এখানেই। প্রস্তাবিত সমস্ত প্রকল্পের তথ্য মিলবে মাউসের এক ক্লিকেই। নারায়ণ বলেন, ‘‘স্কিম ব্যাঙ্ক তৈরির প্রাথমিক তোড়জোড় শুরু হয়েছে। সমস্ত তথ্য হাতে এলে উন্নয়নের কাজে গতি আসবে। অর্থ এলে পড়েও
থাকবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement