Viral Video

বাতানুকূল কামরায় নোংরা, ট্রেনে উঠে তরুণী নামলেন সাফাই অভিযানে! ভাইরাল ভিডিয়ো

ট্রেনের বাতানুকূল কামরায় উঠে তা পরিষ্কার করতে শুরু করেন প্রিয়া। বার্থ থেকে শুরু করে জানলার সামনে থাকা ছোট টেবিলের উপর স্প্রে ছড়াচ্ছেন এবং কখনও রুমাল ,আবার কখনও বিশেষ ধরনের ভেজা কাপড় দিয়ে মুছছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১১:৪৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রেন সফর করছেন তরুণী। কিন্তু ট্রেনের কামরা যে বড়ই নোংরা! তাই নিজেই পরিষ্কার করতে শুরু করলেন বার্থ থেকে শুরু করে টেবিল, কাচের জানলাও। রুমাল, ‘ওয়েট ওয়াইপ্‌স’ এবং ‘ক্লিনিং স্প্রে’ হাতে নিয়ে সাফাই অভিযানে নামলেন তিনি। বার্থ মুছতে মুছতে যে পরিষ্কার কাপড়ও ময়লা হয়ে যাচ্ছে তা সরাসরি দেখালেন তরুণী। সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন তরুণী (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘হাউসওয়াইফ_টু_হোমমেকার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। অ্যাকাউন্টটি প্রিয়া শর্মা নামের এক তরুণীর। তিনি দিল্লির চণ্ডীগড়ের বাসিন্দা। পেশায় নেটপ্রভাবী প্রিয়া। ঘরদোর কী ভাবে পরিষ্কার রাখা যায় তা নিয়েই ভিডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। সম্প্রতি ট্রেন সফরে যাচ্ছিলেন প্রিয়া। ভিডিয়োয় দেখা যায়, ট্রেনের বাতানুকূল কামরায় উঠে তা পরিষ্কার করতে শুরু করেন প্রিয়া। বার্থ থেকে শুরু করে জানলার সামনে থাকা ছোট টেবিলের উপর স্প্রে ছড়াচ্ছেন এবং কখনও রুমাল, আবার কখনও বিশেষ ধরনের ভেজা কাপড় দিয়ে মুছছেন।

বার্থ মোছার পর যে পরিষ্কার সাদা কাপড়ে ময়লা লেগে কালো হয়ে গেল তা-ও ক্যামেরায় দেখালেন তিনি। বার্থ পরিষ্কার করার পাশাপাশি প্রিয়া পরিষ্কার করলেন কামরার দেওয়াল, টেবিল এমনকি কাচের জানলাও। সব সাফ করার ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করতেই তাতে ভালবাসার চিহ্ন এঁকে দেন নেটাগরিকদের অধিকাংশ। তরুণীর কাজের প্রশংসাও করেন অনেকে। তবে ভিডিয়োটি দেখে রেলকর্মীদের কটাক্ষ করতে পিছপা হননি নেটব্যবহারকারীদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘আপনি পরিষ্কার করছেন তা ভাল কথা। কিন্তু যাত্রী হিসাবে তা আপনার কাজ নয়। কামরা পরিষ্কার রাখা রেলকর্মীদের দায়িত্ব। তাঁদেরই সঠিক ভাবে সেই দায়িত্ব পালন করার কথা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement