বারাসত সাজছে নয়া ত্রিফলায়

গত মাসে উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে এসে এমন প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরে বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় জানিয়েছিলেন, রাস্তা সম্প্রসারণের কাজের জন্য ত্রিফলা আলোগুলি খুলে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০০:৪৪
Share:

আলোর সাজ। ছবি: সুদীপ ঘোষ

জাতীয় সড়কের দু’পাশে ত্রিফলা আলো নেই কেন?

Advertisement

উত্তর এসেছিল, ভেঙে দিয়েছে। এ বার তার এক মাসের মধ্যেই ফের ত্রিফলার আলোয় সেজে উঠল ৩৪ নম্বর জাতীয় সড়ক।

গত মাসে উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে এসে এমন প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরে বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় জানিয়েছিলেন, রাস্তা সম্প্রসারণের কাজের জন্য ত্রিফলা আলোগুলি খুলে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তা শুনেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, রাস্তার কাজ শেষ হয়ে গিয়েছে। ফের ত্রিফলা লাগিয়ে দাও। সেই মতো ফের রাস্তার দু’পাশে লাগানো হল মুখ্যমন্ত্রীর পছন্দের ত্রিফলা।

Advertisement

প্রথমবার ক্ষমতায় এসেই রাজ্য জুড়ে ত্রিফলা আলো লাগানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বছরখানেক আগে এয়ারপোর্ট থেকে বারাসত পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজের জন্য সেই ত্রিফলা আলোগুলি তুলে ফেলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু রাস্তার কাজ শেষ হয়ে গেলেও পরে আর বসানো হয়নি ওই আলো। সেটাই চোখে পড়ে মুখ্যমন্ত্রীর। তার পরেই তিনি ওই নির্দেশ দেন।

সুনীলবাবু বলেন, ‘‘রাস্তা সম্প্রসারণের সময়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ত্রিফলা বাতিস্তম্ভগুলি খুলে দেন। সেগুলি নিয়ে এসে পুরসভায় রেখে দিয়েছিলাম। ত্রিফলার ওই স্তম্ভগুলি রং করে ফের লাগানো হয়েছে। গাড়ির ধাক্কায় যাতে সেগুলি না ভাঙে সে জন্য রাস্তার দু’পাশে ত্রিফলা আলোগুলি
লাগানো হয়েছে।’’ পুরসভা সূত্রে খবর, জাতীয় সড়ক সম্প্রসারণের পরে রাস্তার দু’ধারে নিকাশি নালা চওড়া করা হয়েছে। পুরসভা সূত্রের খবর, ত্রিফলা আলোগুলি লাগানো হয়েছে সেই নিকাশি বাঁচিয়েই। সুনীলবাবু জানান, ৩৪ নম্বর জাতীয় সড়কের শিশিরকুঞ্জ থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত দু’ ধারে শ’খানেক ত্রিফলা আলো লাগানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement