Murder

বদলা নিতে প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন! পলাতক অভিযুক্ত

প্রত্যক্ষদর্শীদের দাবি, জুটমিলের গেট থেকে প্রায় ২০০ ফুট এগোতেই ভিড়ের মধ্যেই রাম বাহাদুরের গলায়-পেটে ছুরি মারেন রামবাবু। লোকজন ছুটে এলে সেখান থেকে পালিয়ে যান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাটপাড়া শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ২৩:১৫
Share:

পলাতক অভিযুক্ত রামবাবু রাজভর।

ঝগড়ার বদলা নিতে এক মধ্যবয়সি ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলেন তাঁরই প্রতিবেশী। অভিযোগ, একই পাড়ার দু’জন যুবতীর মধ্যে ঝগড়াঝাঁটির বদলা নিতেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। মঙ্গলবার সকালে ওই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। উত্তর ২৪ পরগনার ভাটপা়ড়ার এই ঘটনায় হতবাক এলাকার লোকজন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাম বাহাদুর (৪৬)-কে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁরই প্রতিবেশী রামবাবু রাজভরের বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে ৩ নম্বর ওয়ার্ডের দুই পরিবারের যুবতীদের মধ্যে ঝগড়াঝাঁটি বাধে। ভাটপাড়া রিলায়্যান্স জুটমিলের কর্মী ওই দুই যুবতী একে অপরকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন বলে অভিযোগ। তা থেকেই তুমুল ঝগড়ার শুরু। ঝামেলা বাড়তে থাকায় ভাটপাড়া থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পরের দিন সকালে ওই পরিবারের এক সদস্য রাম বাহাদুর যখন জুটমিল থেকে বাইরে বেরোন, সে সময়ই তাঁর উপর হামলা করেন প্রতিবেশী রামবাবু।

Advertisement

আরও পড়ুন: দুষ্কৃতী-তাণ্ডব, প্রতিবাদে পথে নামল জনতা

প্রত্যক্ষদর্শীদের দাবি, জুটমিলের গেট থেকে প্রায় ২০০ ফুট এগোতেই ভিড়ের মধ্যেই রাম বাহাদুরের গলায়-পেটে ছুরি মারেন রামবাবু। লোকজন ছুটে এলে সেখান থেকে পালিয়ে যান তিনি। রক্তাক্ত রাম বাহাদুরকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, পথেই তাঁর মৃত্যু হয়েছে।

এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। সামান্য ঝগড়াঝাঁটির পরিণতি যে এমন হবে, তা ভাবতে পারছেন না অনেকেই। ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়ার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, খুনের পর থেকেই এলাকা থেকে চম্পট দিয়েছেন রামবাবু। তাঁর খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement