attack

নির্মাণ ঘিরে অশান্তি, হাবড়ায় মা ও ছেলেকে দা দিয়ে এলোপাথাড়ি কোপ প্রতিবেশীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই প্রতিবেশী মাধব সাহা এবং সুভাষ সাহার মধ্যে দীর্ঘ দিন ধরেই অশান্তি চলছিল। সম্প্রতি নির্মাণের কাজ শুরু করেছিলেন মাধব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ১৫:৫০
Share:

প্রতীকী ছবি।

নির্মাণ ঘিরে প্রতিবেশীর সঙ্গে অশান্তি। তার জেরে মা ও ছেলেকে দা দিয়ে এলোপাথাড়ি কোপাল প্রতিবেশী। সোমবার এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার পশ্চিম কামারথুবা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই প্রতিবেশী মাধব সাহা এবং সুভাষ সাহার মধ্যে দীর্ঘ দিন ধরেই অশান্তি চলছিল। সম্প্রতি নির্মাণের কাজ শুরু করেছিলেন মাধব। রবিবার এ নিয়ে দুই পরিবারের মধ্যে এক প্রস্থ বচসা হয়। অভিযোগ, সোমবার সকালে সুভাষের স্ত্রীর উপর হামলা চালায় মাধবের দুই ছেলে ভক্ত এবং সঞ্জয়। মায়ের উপর আক্রমণে বাধা দিলে আক্রান্ত হয় ছেলে উজ্জ্বলও। দু’জনকেই দা দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা মা এবং ছেলেকে রক্তাক্ত অবস্থায় হাবরা হাসপাতালে ভর্তি করেন। উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ নিয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে হাবড়া থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement