Mohammed Salim

সেলিমের নিশানায় তৃণমূল

শুধু তৃণমূলই নয়, সেলিমের আক্রমণের নিশানায় ছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ২৩:৩৮
Share:

মহম্মদ সেলিম

সিপিএম নেতা মহম্মদ সেলিমের নিশানায় তৃণমূল। ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। শুক্রবার বেলঘরিয়ায় এ প্রসঙ্গে সেলিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ‘দুয়ারে সরকার’, তা হলে এত দিন সরকার কোথায় ছিল?”

Advertisement

ভোটকুশলী প্রশান্ত কিশোরের প্রসঙ্গ টেনে এনে তৃণমূলকে বিঁধে তিনি ফের বলেন, “আমরা ভেবেছিলাম তৃণমূল যতই চোর-জোচ্চোরের সরকার হোক না কেন তাদের ভিতরে কিছু মগজাস্ত্র আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন যে তাদের মধ্যে কিছু নেই। সে জন্যই ভাড়াটে বুদ্ধিদাতাকে নিয়ে এসেছেন।”

শুধু তৃণমূলই নয়, সেলিমের আক্রমণের নিশানায় ছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ। কৃষি আইন নিয়েও আক্রমণ করেন কেন্দ্রকে। তাঁর দাবি, অবিলম্বে কৃষি আইন বাতিল করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement