Murder

Halisahar: ভাড়াবাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, হালিশহরে গ্রেফতার দুই প্রতিবেশী

মৃত প্রৌঢ় কর্মসূত্রে ভাড়াবাড়িতে একা থাকতেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বাড়ির মালিক ও তাঁর জামাতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৮:৪১
Share:

দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য় হালিশহরে। প্রতীকী চিত্র।

ভাড়াবাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার হল এক ব্যক্তির। ঘটনায় গ্রেফতার হলেন দুই প্রতিবেশী। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের মনসাতলা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার মনসাতলার একটি বাড়ি থেকে একটি মৃতদেহ উদ্ধার করে তারা। মৃতের নাম অরুণ মণ্ডল। আদতে হালিশহর বলদেঘাটার বাসিন্দা অরুণ কর্মসূত্রে একাই ওই ভাড়াবাড়িতে থাকতেন। তাঁর এমন রহস্যমৃত্যু ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।

মৃতের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে অরুণকে। কিন্ত কী ভাবে ওই ব্যক্তি মারা গেলেন, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না আত্মীয়রা। ধন্দে পুলিশও। প্রাথমিক তদন্তের পর ওই বাড়ির মালিক সুরজিৎ অধিকারী ওরফে বুড়ো এবং তাঁর জামাতাকে গ্রেফতার করেছে হালিশহর থানার পুলিশ। তবে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement