৯০ হাজার টাকার প্রতারণার অভিযোগ

১ টাকার চেক দিয়ে ৯০ হাজার টাকা খোয়ালেন এক অবসরপ্রাপ্ত রেলকর্মী। শুভেন্দু বিকাশ গায়েন নামে ওই রেলকর্মী সোমবার বসিরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫২
Share:

১ টাকার চেক দিয়ে ৯০ হাজার টাকা খোয়ালেন এক অবসরপ্রাপ্ত রেলকর্মী। শুভেন্দু বিকাশ গায়েন নামে ওই রেলকর্মী সোমবার বসিরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে সাঁইপালার মুনসিবাগানে শুভেন্দুবাবুর বাড়িতে মাঝবয়সী দু’জন আসে। তাঁরা নিজেদের একটি সংস্থার সঙ্গে জড়িত বলে দাবি করেন। ওই বাড়ির একতলার একটি ঘর পছন্দ করে সেখানে সরকারি ব্যাঙ্কের এটিএম খোলার প্রস্তাব দেন। ভাল ভাড়া পাওয়া যাবে শুনে রাজি হন শুভেন্দুবাবু। কিন্তু ঘর ভাড়া দিতে রাজি হওয়ায় তাঁর থেকে মাত্র ১টাকার একটি চেক দাবি করে ওই দু’জন। শুভেন্দুবাবুও চেক সই করে এক টাকা লিখে দেন। এরপর আর দেখা মেলেনি ওই দুই প্রতারকের। তাদের কোনও সন্ধান না পাওয়ায় বিষয়টি ভুলে যান শুভেন্দুবাবু।

এ দিন সকালে মোবাইলে এসএমএস আসায় শুভেন্দবাবু বুঝতে পারেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারকেরা ওই চেক দেখিয়ে ৯০ হাজার টাকা তুলে নিয়েছে। তিনি ওই ব্যাঙ্কে গেলে ম্যানেজার চেক দেখান। সিসিটিভির ফুটেজ দেখে থানায় অভিযোগ করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement