—প্রতীকী চিত্র।
বৃষ্টির মধ্যেই টোটোর ব্যাটারি চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার পূর্ব বৃন্দাখালি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিশ্বনাথ সর্দার (৩৫)। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ।
পূর্ব বৃন্দাখালির বাসিন্দা বিশ্বনাথ পেশায় এক জন টোটোচালক। পরিবারের লোকজন জানাচ্ছেন, সকালে কাজে বেরোনোর আগে রাতে ঘুম থেকে উঠে টোটোর ব্যাটারি চার্জ করতে বসেন বিশ্বনাথ। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। যদিও পরিবারের অন্যেরা তখন ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে বিশ্বনাথকে মাটিতে পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে বারুইপুর থানার পুলিশ।
প্রতিবেশীরা জানাচ্ছেন, বছর পাঁচেক ধরে টোটো চালিয়ে সংসার চালাতেন বিশ্বনাথ। তিন মেয়ে, এক ছেলে এবং স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। প্রতি দিনই কাজে বেরোনোর আগে টোটোর ব্যাটারি চার্জে বসাতেন। বিশ্বনাথের অকালমৃত্যুতে শোকের আবহ এলাকায়।