Mamata Banerjee

Facebook: মমতার নামে অশ্লীল পোস্ট, অশোকনগরে ধৃত যুবক, তৃণমূলের কাঠগড়ায় বিজেপি

ধৃত যুবক বিজেপি করেন বলে অভিযোগ তৃণমূলের। তবে গেরুয়া শিবিরের কেউ এ নিয়ে মুখ খোলেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অশোকনগর শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৭:২৭
Share:

ধৃত সুভাষ মণ্ডল। —নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর পোস্ট নেটমাধ্যমে। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে গ্রেফতার যুবক। অভিযুক্ত বিজেপি কর্মী বলে অভিযোগ তৃণমূলের। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল।

Advertisement

অভিযুক্ত যুবকের নাম সুভাষ মণ্ডল। ভোট চলাকালীন গত ৮ এপ্রিল ফেসবুকে তৃণমূল নেত্রীর নামে অশ্লীল কিছু মন্তব্য করেন তিনি। পুরনো পোস্ট সম্প্রতি নিজের অ্যাকাউন্টের উপরের দিকে তুলে আনেন তিনি।

তাতেই বিষয়টি নজরে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বৃহস্পতিবার অশোকনগর থানায় সুভাষের নামে অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই মতো সুভাষকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতেও তোলা হয়।

Advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন:

সুভাষ অশোকনগরের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিজেপি-র সক্রিয় কর্মী বলে অভিযোগ তৃণমূলের। যুব তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ সিংহ বলেন, ‘‘বিজেপি-র ওই কর্মী আমাদের নেত্রী সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছেন। বিজেপি মানেই নারী বিদ্বেষী। ওঁরা ভারতের সংস্কৃতি জানেন না। জানেন না বাংলার সংস্কৃতিও। যা ইচ্ছে করে বেড়াচ্ছেন। এত অশ্লীল মম্তব্য করেছেন যে, আমরা মেনে নিতে পারিনি। প্রশাসনের কাছে আর্জি, কড়া শাস্তি হোক ওঁর।’’

সুভাষের শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাতে অশোকনগর থানার বাইরে সমবেত হন যুব তৃণমলের কর্মীরা। সুভাষের শাস্তির দাবিতে স্লোগান দেন। সেখানেও উপস্থিত ছিলেন প্রদীপ। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখতে বলেছেন। আমাদের বিধায়কও আইনের পথে চলতে নির্দেশ দিয়েছেন। সে ভাবেই এগোচ্ছি আমরা। এঁরা বাংলার সংস্কৃতি নষ্ট করতে চাইছে।’’ মানুষে মানুষে বিভেদ তৈরি করার পাশাপাশি বিজেপি জঙ্গলমহল, কোচবিহার এবং পাহাড়কে বাংলা থেকে আলাদা করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন প্রদীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement